মা—আমার চিরন্তন কাশী
মা—আমার চিরন্তন কাশী
মা মানেই প্রথম নিঃশব্দ গান,
হৃদয়ের গভীরে সুরের মৃদু টান।
জন্মের আগেই স্নেহভরা ছায়া,
তাঁর বুকেই পেয়েছি স্বর্গের কায়া।
মা মানেই শান্তি, মমতার ঘর,
পথ চলার নির্ভর পরামর্শকর।
স্বপ্ন জয়ের প্রতিটি ধাপ,
তাঁর হাতেই পেয়েছি সাহসের ছাপ ।
ভেঙে পড়ি যবে, ঘিরে ধরে ভয়,
তাঁর হাসিতেই ফিরে পাই জয়।
“তুই পারবি”—শুধু একটুকু বুলি,
ক্লান্ত মন পায় সাহসের ঝুলি।
দুঃখ-সুখের যতোই যাক দিন,
পাশে থাকেন মা, বিনিময়হীন।
না-বলা প্রশ্নে, নিঃশব্দ জবাব,
তাঁর চোখে খুঁজি স্নেহতারার ভাব।
লাঞ্চবক্সে মায়ের মমতার গান,
প্রতিটি গ্রাসে তার ছোঁয়ার টান।
চোখে ঘুম, মুখে একটুখানি হাসি,
“তুই ঠিক আছিস তো?”—মায়ায় ভাসি।
মা মানেই নিঃশর্ত শক্তি,
যুক্তিহীন ভালবাসার মুক্তি।
প্রতিদিনের অভ্যেসে লুকানো আশ্বাস,
মায়ের ছোঁয়ায় খুঁজি নিজস্ব আকাশ।
মা যতদিন, যত্ন ততদিন,
তাঁর না থাকা—ভাবাটাই কঠিন।
দূরেরাই বোঝে মায়ের অভাব,
দিনগুলো হয় বিষণ্ন, জবাবহীন চাপ।
এই জগতে যাকে সবচেয়ে ভালোবাসি,
সে আমার মা—আমার চিরন্তন কাশী।
মা-ই জীবন, মা-ই আলো,
তাঁর আশীর্বাদেই সব ভালো।
