যুবরাজি: উত্তরাধিকারের ঊষা
যুবরাজি: উত্তরাধিকারের ঊষা
শতাব্দী পেরিয়ে আসে এক সন্ধিক্ষণ,
পুরনো আর নবতর যুগের মিলন।
ধ্বনি বাজে প্রাসাদপ্রাচীরে গম্ভীর,
আরেকবার জাগে উত্তরাধিকারের নীর।
উজ্জয়ন্ত প্রাসাদের দীপ্তি-চূড়ায়,
ইতিহাসের সুর ভাসে পবিত্র হাওয়ায়।
দীপ্ত আলোয় নবীন রাজপুত্র উদ্ভাসয়,
উত্তরাধিকারের ঊষা আনে নব পরিচয়।
রেশমের পতাকা দোলে মৃদু বাতাসে,
ঢাকের বাজনায় বাজে বিজয়গাথা পাশে।
নীরব মুকুট চেয়ে থাকে আশায়,
যুবা মুখে ফুটে জাতির প্রত্যাশায়।
বৃদ্ধেরা জড়ো হয়, চোখে দীপ্তি-রেখা,
স্মৃতির স্রোতে বাজে রাজাদের শেখা।
ঐতিহ্যের দীপশিখায় পথে আলো রয়,
পুরাতন মন্ত্রে জাগে নতুন প্রত্যয়।
চামেলির সৌরভে বাতাস আর্দ্র হয়,
প্রতিশ্রুতি, স্বপ্ন, আশিসে পূর্ণ হয়।
নতশির রাজপুত্র, হৃদয়ে তার আশা,
দায়িত্বের গুরুভারে গড়েন আগামীর ভাষা।
ও ত্রিপুরা, সবুজ গর্বের দেশ,
তোমার রক্তেই রাজরেখা শেষ।
নব যুবরাজের কোমল হস্তে আজ,
তোমার ভবিষ্যৎ, ইতিহাস পায় নতুন সাজ।
