স্বপ্ননীড়
স্বপ্ননীড়
1 min
24
বাবুই পাখি, শিল্পী সে এক
শাখায় বসে গায়,
ঠোঁটে তার ব্যস্ততা—
দিনরাত কাজের দায়।
রেশম-ঘাসে বোনা স্বপ্ন
নরম ডালে বাঁধে,
ঝুলে থাকে বাসা তার
সবুজ পাতার চাঁদে।
বাতাসে দোলে, ঢেউ খেলায়
রূপকথার ঘ্রাণে,
পরিশ্রমে গড়া সুখের নীড়
ভালোবাসার টানে।
সূর্য হাসে, শিশির নাচে
সোনালি সে বাসায়,
বাবুই পাখি গুনগুনিয়ে
জীবন গড়ে আশায়।
নতুন ভোরে, নতুন ডাকে
উঁচু করে তাঁর শির,
শিল্পী বাবুই, প্রকৃতির কোলে
গড়ে তোলে আপন নীড়।
