দ্বন্দ্ব আর ছন্দ
দ্বন্দ্ব আর ছন্দ
জীবনের পথে চলি একা,
হৃদয়ে বাজে দ্বন্দ্বের সুর,
আশা-নিরাশার দোলাচলে
বুনে যাই নতুন ভোর।
স্বপ্নের মায়া ডাকে দূরে,
বাস্তবের ছায়া টানে কাছে,
আকাশে মেঘের ভেলা ভাসে,
ছন্দে বাঁধি প্রতিটি ক্ষণ,
সংগ্রাম আর প্রাপ্তির মাঝে।
বিষাদের ঘন অন্ধকারে
আলো খুঁজে নিঃশব্দ মন,
সমুদ্রের ঢেউয়ের মতো
ভাঙে আশা, গড়ে স্বপ্ন-ধন।
ছন্দের মধুর ঝংকারে
জাগে শক্তি, জাগে গান,
দুঃখ-সুখের সুরে গাঁথা
আমার কবিতার প্রাণ।
দ্বন্দ্ব যতই থাকুক পাশে,
ছায়া-আলোয় ভালোবাসা,
জীবনের গান গাই আমি—
আশার আলোয় ভাসা।
