STORYMIRROR

Pulak Das

Abstract Inspirational Others

4  

Pulak Das

Abstract Inspirational Others

চক & ডাস্টার

চক & ডাস্টার

1 min
20

চকের ছোঁয়ায় স্বপ্ন আঁকি,
নতুন দিনের আলো ডাকি।
ডাস্টার মুছে দেয় ভুলের দাগ,
আবার শুরু করি নতুন ভাগ।

চক বলে, “লিখে যাও আশা,”
ডাস্টার দেয় সাহস-ভরসা।
জীবনের পাতায় বারবার,
লিখি, মুছি, শিখি আবার।

চক-ডাস্টারের খেলা চলে,
ভবিষ্যতের পথে চলে।
নিজের হাতে গড়ি জীবন,
আলো-ছায়ার মধুর মিলন।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract