আপাতত দূরত্ব
আপাতত দূরত্ব
আপাতত দূরে সরে এসেছি,
ভিড়ের গর্জনে ক্লান্ত হেসেছি।
শব্দের জালে বাঁধা পড়েছি,
নিঃশব্দের কোলে আজ ডুবে গেছি।
কেউ যেন আজ না বোঝে,
কথার ভারে আর না ভেঙে।
মিথ্যার ছায়া যেন না ছুঁয়ে,
ভুল বোঝার কুয়াশা যেন যায় গুছে।
বাহানার কাঁটা ফেলে এসেছি,
অবহেলার ছায়া দূরে রেখেছি।
আঘাতের স্মৃতি আর না দেখি,
বিশ্বাসের আলো আজ খুঁজে দেখি।
ভালোবাসার ক্ষুধায় হাত বাড়াই না,
দরজা-দরজায় আর ভিক্ষা চাই না।
নিজের বুকের নিঃশ্বাসে শান্তি চাই,
একটু নীরবতা, একটু ভালোবাসাই।
এখন শুধু দূরত্ব চাই,
অনুভূতির বেদনাকে ভুলে যাই।
মানুষের মায়া থেকে দূরে থাকি,
নিজেকে খুঁজে নিঃশব্দে থাকি।

