অন্তর্লীন বেদনা
অন্তর্লীন বেদনা
চেয়ার জানে ঘামের দাগ,
রাত জানে চোখের জ্বাগ।
সিংহাসনে নেই যে সুখ,
তবু জড়ায় মিথ্যা মুখ।
স্বর্ণে ঢাকা ব্যথার গান,
নিঃসঙ্গতা সবার অজান।
হাসির আড়ালে চুপিচুপি,
জমে থাকে কান্নার রূপি।
অপ্রকাশিত ব্যথার ঘর,
সবাই দেখে, বোঝে না অন্তর।
