STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance Others

3  

Nityananda Banerjee

Comedy Romance Others

তোমার সাথে

তোমার সাথে

1 min
150


কথা ছিল তোমার সুরে সুর মিলিয়ে গাইব গান,

কথা ছিল তোমার গানে সুরের ধারায় করব স্নান।

আজ দু'জনে ব্যথায় কাতর বিশ্বজুড়ে রণ-দামামা,

সুর বদলে সূরের আকাশ বেসুর করে শকুনিমামা ।

ঘরে বাইরে যুদ্ধ করে স্বপ্নেরা সব হারিয়ে আশা ,

মন যে আমার সৈনিক হয় কাটিয়ে দিতে ঘোর কুয়াশা।

এ কেমন সুর ছড়ালে তুমি বীণা ছেড়ে ধামসা বাজাও,

বাদল দিনের একটানা সুর পাল্টে দিয়ে বজ্র সাজাও ।

গাইতে গিয়ে মেঘমল্লার দীপক রাগে জ্বালাও আগুন,

কবিতা লিখি সেই অনুরাগে আসুক নেমে বিশ্বে ফাগুন।

তোমার সুরের ঝর্ণাধারায় চাই গো আবার যেতে ভেসে,

সবুজ শ্যামল প্রান্তরে আজ কুসুম কলি ফুটুক হেসে।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy