STORYMIRROR

Ratnadeep Pramanik

Drama Fantasy Children

3  

Ratnadeep Pramanik

Drama Fantasy Children

তোমার মতো আমিও –

তোমার মতো আমিও –

1 min
416

তোমার মতো আমিও –

মাটি বিদীর্ণ করবো,

জলের ঠিকানা খুঁজবো,

গায়ে মাখবো রোদ,

নিঃশব্দে করবো প্রতিবাদ|

 

তোমার মতো আমিও –

সুর তুলবো বিপ্লবের,

তারা গুনবো আকাশের,

প্রজাপতি ছুঁয়ে দেখবো,

পাখিদের গান শুনবো|


এভাবে একদিন,

তোমার মতো আমিও  –

ঝরে যাবো ঝরাপাতার মতো!


Rate this content
Log in

Similar bengali poem from Drama