STORYMIRROR

Swagata Pathak

Comedy Romance Others

3  

Swagata Pathak

Comedy Romance Others

তোমার জন্য

তোমার জন্য

1 min
236



তোমার নামে পাহাড় ঘেরা একটা দুটো স্বপ্ন থাক ...

তোমার নামে সন্ধ্যে বেলায় সাগর পারে উথাল পাথাল ..

তোমার চোখের আদুরেপনায় প্রেমের কাব্য বারংবার ....

তোমার সঙ্গো, মিশকালো রাতে হঠাৎ করে রঙমশাল ....

একটু বৃষ্টি ভোরের দিকে তোমায় ছুঁয়ে শান্তি পাক ....

তোমার বুকে মুখ লুকিয়ে আমার জীবন গোল্লায় যাক

তোমার জন্য একটা দুটো প্রেমিক হৃদয় ভাঙতে পারি

তোমার জন্য মন খারাপও পরতে পারি তোমার পছন্দের নীল শাড়ী

পাড়ার মোড়ে ছিচকে ছোড়ার হৃদ কম্পন এমনিই বাড়ে ...

তোমার সাথে দেখলে আমায় এক কাপ ঠাণ্ডা চায়ে ওরাও ডুবে মরতে পারে

তুমি বললে একটু খানি ছন্নছাড়া হতেই পারি ...

তোমার জন্য একটা দুটো প্রেমিককে না বলতে পারি....

তুমিই ছিলে শেষ অবধি থেকো এই ভাবেই পাশে...

তোমায় নিয়ে অনেক অনেক স্বপ্ন সাজান

ো আছে ...

বলবো না ধুর কাউকে আমি তোমায় কত্তো ভালোবাসি .....

তোমায় নিয়ে এখনও যে অনেক গল্প লেখা বাকি ....

তোমার জন্য একলা পথে হেঁটে যাওয়া রা সঙ্গে থাক....

তোমার জন্য হঠাৎ করেই প্রেমে পরা রা সুযোগ পাক ....

তোমার জন্য ফুচকার জলে একটু বেশী ঝাল বাড়ুক ...

তোমার জন্য আইস্ক্রিম টাও ভীষন ঠান্ডায় গলে পড়ুক....

তোমার জন্য লুকোনো বিকেলে একটা চুমু বাধ্য থাক ...

তোমার চোখে ডুব দিয়ে যেনো সব কটা প্রেম বৈধতা পাক ...

তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করার ইচ্ছে থাক....

তোমার প্রেমে পরলে আমি, বাকিরা সব জ্বলে যাক ...

একটু খানি আদুরে আমি সামলে রেখো আবদারে....

তোমায় নিয়ে এখনও অনেক কবিতা লিখবো আবডালে ...

একটু খানি পাগল আমি তোমার কাছেই লজ্জা পাই ...

তোমার প্রেমেই পরে আজকাল ভীষন রকম হাবুডুবু খাই...


Rate this content
Log in

Similar bengali poem from Comedy