আমি তোমার সংসার হতে চাই
আমি তোমার সংসার হতে চাই


পুরুষ মানুষের নরম চোখের চাহনি আর কাছে পেয়ে অবুঝ বাচ্চার মতো বুকে জড়িয়ে ধরা দেখলে যেকোনো প্রেমিকার মনে সব কিছু বিসর্জন দিয়ে একটা সংসার পাতার ইচ্ছে হবে ।
আমিও তোমার চোখে সেই অবুঝ বাচ্চা টাকে খুঁজে পেয়েছি ।
একটা আকড়ে ধরা হাত খুঁজে পেয়েছি । পেয়েছি একটা কোমল হৃদয়ের সন্ধান ।
আর ঠিক এই কারণেই আমার স্বাধীন যাযাবর মন তোমার বাঁধনে বাঁধা পরেছে বার বার। আমি তাই তোমার সংসার হতে চাই ।
তোমার ঘুম ভাঙা চোখ দুটো প্রতিদিন সকালে আমাকে দুর্বল করে দেয় ।
মনে হয় ঠিক এই কারণেই আমি প্রেমে পরতে চাই নি ।
আমি তোমার সকাল বেলার গরম চায়ের সঙ্গী হতে চাই ।
আমি তোমার গরম ভাতে ভাপা ইলিশ হতে চাই ।
অফিস যাওয়ার আগের আমি তোমার গালে লেপ্টে যাওয়া এক টুকরো আদর হতে চাই ।
তোমার ওই পারফিউমের গন্ধে আমার নেশা লাগে আমি জড়িয়ে পরি বারে বারে ।
তাই তো এবার পুরোপুরি নেশা গ্রস্থ হয়ে আমি তোমার সংসার হতে চাই ।
একটা বাড়ি , একটা বাগান , একটা ছাদ আর একটা দক্ষিণ খোলা জানলা এইটুকুই চাহিদা আমার।
তোমার দুপুর বেলার ক্লান্ত শরীরে ঠান্ডা এসির হওয়া হতে চাই
।
তোমার বিকেল বেলার কফির কাপের প্রথম চুমুক হতে চাই ।
সন্ধ্যে বেলার একসাথে অভ্যাস করে মুভি দেখার আবদার হতে চাই ।
তোমার অভিমান গুলো আমাকে আজকাল বড় প্রাপ্ত করে তুলেছে ।
যত্ন করে আদর দিয়ে তোমার রাগ ভাঙানো আমার দিনের শেষের অভ্যাস ।
এই অভ্যাসের জোয়ারে নিজেকে ভাসিয়ে দিয়ে তোমার সংসার হতে চাই ।
বার বার তোমার কাছে হারতে ইচ্ছে করে ।
সত্যি বলতে ভালোবাসা পেলে হেরে যাওয়াতেও মুক্তি আছে ।
তোমার ভালোবাসার কাছে হেরে গিয়ে আবারও বলছি আমি তোমার সংসার হতে চাই ।
যতো অপূর্ণতা আছে সবটা মুছে ফেলে তোমার একটা ভরা সংসার হতে চাই ।
আমার ভাগের সবটা দিয়ে তোমার সুখের নীড় বেঁধে আমি তোমার সংসার হতে চাই ।
তোমার ঘুম ঘুম চোখ, তোমার দেখা হলে জড়িয়ে ধরা, তোমার আমার প্রতি যত্নশীলতা, আমাকে হারিয়ে ফেলার ভয় , আমার মুখের হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে আনার কারণ, হাত ধরে কথা দেওয়া থেকে যাবে সারাজীবন , ঠোঁটের উষ্ণতায় মাখানো নিরাপত্তার চুমু , আর অনেক গুলো স্বপ্ন পূরণের দায়িত্বের দিব্যি করে বলছি শোনো ।
আমার সবটা অবলীলায় বিসর্জন দিয়ে আমি শুধু মাত্র তোমার সংসার হতে চাই ।