কথা দিলাম
কথা দিলাম


কথা দিলাম
কলমে - স্বাগতা পাঠক
কথা দিলাম , এই দেখো তোমায় ছুঁয়ে কথা দিলাম
ঠিক এইভাবেই থেকে যাবো তোমার সাথে সারাটাজীবন ।
তোমার খুশি, কান্না, দুঃখ, অভিমান সব টা দেখবো , আদর করে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে শান্ত করবো ।
কথা দিলাম !
তোমার সাথে পাহাড় , সাগর, রাতের আকাশের তারা কিংবা পূর্ণিমা রাতে বাগানের গোলাপ দেখবো । কথা দিলাম !
শুধু তোমার অগোছালো ঘরটা নয়, তোমার এলোমেলো জীবন টা গুছিয়ে দেবো চুপিসারে , তোমার শার্টের বোতামে অবাধ্য আমার খোলা চুলের আটকে যাওয়ার মুহূর্তের দিব্যি করে বলছি শোনো।
কথা দিলাম!
ভালোবেসে তোমাকে একটা নতুন মানুষ হিসেবে গড়ে তুলবো , যেমন টা না হয়েও একটা প্রলেপ নিয়ে চলো নিজের উপর । আদর করে সেই প্রলেপ টুকু ধুয়েই দেবো ।
কথা দিলাম !
তোমার ক্লান্তি ঘেরা সন্ধ্যে বেলায় এক কাপ গরম কফির শান্তি হবো । রাতে তোমার মন খারাপে মাথার উপর ভরসার হাত হবো ।
তোমার দারুন শীতে কুকড়ে যাওয়া শরীর জুড়ে উষ্ণ চাদর হবো ।
কথা দিলাম !
তোমার হারিয়ে যাওয়া ওয়ালেট হোক বা গাড়ির চাবি খুঁজে দেওয়ার দায়িত্ব নেবো । তোমার সাদা শার্টে দায়িত্ব করে লেপ্টে যাওয়া লিপস্টিকের কারণ হবো । তোমার অফিস যাওয়াতে দেরি হওয়ার বাহানা হবো ।
কথা দিলাম !
কথা দিলাম ভালোবাসবো, ঝগড়া করবো, খুনসুঁটি টাও বাদ যাবে
না । জড়িয়ে ধরে হঠাৎ হঠাৎ চুমু খাবো । কাজের মাঝে ব্যস্ত তুমিকে অকারণে বিরক্ত করবো । তবে ইচ্ছে হলে তোমার প্রিয় খাবার রেধে নিজের হাতে খাইয়ে দেবো ।
কথা দিলাম !
তোমাকে একটা সংসার দেবো । একটা সাজিয়ে রাখা ড্রইং রুম হবো । সোফার উপর লাল রঙের কভার হবো । আকাশি রঙের কার্টন হবো । দেওয়াল জুড়ে তোমার সাফল্যের মেডেল আর ট্রফি হবো ।
একটা গুছিয়ে রাখা বেড রুম হবো ।
একটা ঝাঁঝালো কষা মাংসের গন্ধ ছড়িয়ে যাওয়া রান্না ঘর হবো ।
অনেক গুলো সাজিয়ে রাখা গাছের শোভা বাড়ানো ব্যালকনি হবো ।
বইয়ের তাকে তোমার প্রিয় উপন্যাসের প্রথম কপি হবো ।
তোমার মনের মতো একটা ঘর হবো । তোমার সাজিয়ে দেওয়া একটা সংসার হবো ।
কথা দিলাম !
হাতের মাঝে হাত রেখে এগিয়ে চলার ভরসা হবো ।
মাঝ রাতে ঘুম ভেঙে হঠাৎ জড়িয়ে ধরে তোমার উপর আমার আধিপত্য বুঝিয়ে দেওয়া অধিকার হবো ।
তোমার বুকের কাছে আদরের দাগ হবো ।
তোমার অকারণে হাসির কারণ হবো ।
কথা দিলাম !
তোমার ঘড়ির কাঁটায় সময় হবো , তোমার একলা সময়ের গান হবো, তোমার মন খারাপের ওষুধ হবো । তোমাকে সাত জন্ম সাথে নিয়ে চলার প্রতিজ্ঞা হবো । তোমাকে বার বার ভালোবেসে তোমার প্রেমে সার্থক প্রেমিকা হবো ।
এই জন্মে যা হোক তা হোক বাকি সব জন্মে তোমার ভালোবাসার সেরা নারী হবো ।
কথা দিলাম !