তোমার চিহ্নটি মোর প্রাণের মাঝে
তোমার চিহ্নটি মোর প্রাণের মাঝে
তোমার চিহ্নটি মোর প্রাণের মাঝে রইলনা রইলনা
যখন তুমি চলে গেলে অকূলপানে ধেয়ে
আমার প্রেমের সুতোয় গাঁথা তোমার নামের মাল্যখানি ছিঁড়ে
হৃদয়বীণা তাইতো কাঁদে বিরহব্যাথার শুরে
অকাল রাগিণীর প্রণয়-গল্প শুনে বলতে যে চায়
অনেক কথা স্বপ্ন দিয়ে গড়া অশ্রুবাদল ধারা গড়িয়ে পড়ে
কানায় কানায় শিউলি ফুলের ডগায় সেই ফুলেতেই
দিতে অঞ্জলি তোমার মিলন আশায় ফেলনা কভু
হেলায়ে দূরে থাকতে যে চায় তোমার কাছে জীবন প্রদীপ নিভে যাবে
যদি না পায় তোমায় তোমার রাগের মূর্ছনাতে হৃদয়ে আলাপ জমায়
