STORYMIRROR

Nityananda Banerjee

Fantasy Inspirational Others

3  

Nityananda Banerjee

Fantasy Inspirational Others

তমসো মা জ্যোতির্গময়

তমসো মা জ্যোতির্গময়

1 min
164

ফুটল কুঁড়ি মঞ্জরীতে অশোক শিমুল পলাশ শাখে,

তোমার বুকের খঞ্জরীতে আসে বসন্ত বিনা ডাকে ।

কৃষ্ণচূড়া হয় লালে লাল বেনারসীর আঁচল তলে ,

আমার দু'টি তোবড়ানো গাল তোমার আঁচে মিছে জ্বলে ।

মৌমাছি আর ভোমরা মিলে ডাক দিয়ে যায় সকাল বিকাল,

অমল বিমল মন সুনীলে নেচে বেড়ায় তাল ও বেতাল।

ফাগুন বেলার চাঁদনী রাতে পাহাড় বেয়ে জ্যোৎস্না নামে ,

অচেনা কোন গিরিখাতে হারিয়ে যাওয়া ঝরণা থামে ।

দোয়েল কোয়েল একই সুরে গায় যে তারা একই গান,

বসন্তের এই সমুদ্দুরে আমরা করি লবন স্নান ।

আকাশ বাতাস বন বনানী বলছে তোমায় নেচে নেচে,

বলছে দেখ চেয়ে রাণী পুরো বসন্ত এসে গেছে।

ঘুমাও না আর ; ওঠো জেগে, করতে হবে হৃদ-বিনিময়,

রবির করে আশীষ মেগে ; বল সবে তমসো মা জ্যোতির্গময় ।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy