STORYMIRROR

Bidyut chakraborty

Abstract Fantasy Others

3  

Bidyut chakraborty

Abstract Fantasy Others

::নতুন পৃথিবী::

::নতুন পৃথিবী::

1 min
333

নতুন দিনের আলো ফুটুক এই ধরনীর বুকে

সেরে উঠুক অসুস্থ পৃথিবী প্রভাত রবির সাথে

মুক্ত হোক পৃথিবী নীল মৃত্যুর অভিশাপ থেকে

মাঠে মাঠে আবার ফলুক সোনার ফসল

সোনার কমল ফুটুক আবার জলে জলে।

c আবার খাটুক কারখানাতে

নিভুক চুল্লি , জ্বলুক চুলা প্রতি ঘরেতে।

বিহঙ্গেরা ডানা মেলুক নীল আকাশের বুক

মানুষেরও মুক্তি ঘটুক ঘরের বন্দিদশা থেকে।

পৃথিবী আবার ভরে উঠুক কল-কাকলিতে

মাটির পৃথিবী পানে আঁখি মেলে যেন দেখি

কর্মমুখর জনতা হেঁটে চলেছে এই ধরিত্রীতে

সেই নতুন দিনের স্বপ্ন দেখি আমরা দিনে রাতে

যখন মুমূর্ষু পৃথিবী ফিরে পাবে আগের সে রুপ

অদৃশ‍্য শত্রু হাত থেকে মুক্তিতে।

সে দিন আবার গাইব মোরা আগমনী গান

উৎসব আর আনন্দেতে মিলাব গলা

আবার নতুন সুখে বাঁধব আপন প্রাণ

ঝড় থেমে পৃথিবী শান্ত হলে…



Rate this content
Log in

Similar bengali poem from Abstract