STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Fantasy Others

3  

Kausik Chakraborty

Abstract Fantasy Others

নির্জন

নির্জন

1 min
713


আজ সন্ধেয় শাড়ির জন্মদিন

ফেলে আসা পথে পেখম সরিয়ে নীরা

খেদ পুঁতবেনা আলোর কবরস্থানও

সন্ধে নামার ঠিক দু-আঙুল পরে

সাক্ষী থাকবে নাছোড় বন্দিনীরা


মেঘ থেকে কেউ ফিরিয়ে আনবে নদী

সময় ঢলবে অপেক্ষাতেই ফের

যতই সকল কাগজকুড়ানিরাও

চাইতে সেটুকু বাঁধ ভাঙা সন্ধান

অন্ধকারেও খুঁজবে বন্ধুদের


যেসব ডানায় নীল রঙে ভর দিয়ে

উড়তে গেলেও জমিয়ে রাখত ঠোঁট

জড়িয়ে থাকার নতুন রীতিটা, তাও

সাহস করেনা কেউ অশালীন রাতে

আঘাত চিরবে ধার করা কসরত 


আমার জন্য স্পর্শ চেয়েছে কেউ

আমার মুঠোয় রিলে বাঁধা সেই গান

টেপ রেকর্ডার ভেঙে গেছে আগে তাও

আগেই শহুরে প্রেমের আপোষ কিনে

কথা বসিয়েছে মাইকেল জ্যাকসন 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract