STORYMIRROR

Nandita Pal

Abstract Fantasy Inspirational

3  

Nandita Pal

Abstract Fantasy Inspirational

স্বপ্ন ছুঁই ছুঁই

স্বপ্ন ছুঁই ছুঁই

1 min
326

সেই থেকে স্বপ্নের সাজানো ঝুড়ি নিয়ে চলছি,

ঝুড়িতে এতো গাদাগাদি মাঝে মাঝে হয়ে যায়,

কয়েকবার সবাইকে নামিয়ে ঝেড়ে মুছে আবার রাখলাম।

ফুরফুরে সেই দিন সেই ভিড় স্বপ্নের দিনগুলো।


স্বপ্ন গুলো ঐ নীল আকাশ ছুঁতে চায়,

নদীর কাছে গেলে দূর দিগন্তে মন খুলে দেয়।

দূর প্রান্তরে স্বপ্ন গুলো মাটির গন্ধ পেতে নেমে আসে,

খোলা হাওয়ায় স্বপ্নের ঝুড়ি আর একটু ভারী যেন।


একসময় পা ছড়িয়ে ঝুড়িটা নামিয়ে কত গোণাগুনতি,

তুমি ও বসলে আমার সাথে, অতি যত্নে হিসেব নিকেশ।

কিছু স্বপ্ন ভারী অভিমান, অনেকদিন ভুলেই গেছি তারে।

কেউ আবার হাত বাড়িয়ে আছে, যেন সেই আমার জন্য।

এককোণে দেখি আমার ছোট্ট বেলার সেই স্বপ্ন টা,

একই আনন্দ, সেই হাসি তার মুখে। তুমি বললে,

ছুঁয়ে দেখো একে, সেই পরশ পাথর।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract