অভিসার
অভিসার
নারী বললো....ভালোবাসি
পুরুষ আকাশে দেখলো হাসি
নারী বললো....আমি অপূর্ণা
পুরুষ আঁকলো এক স্বপ্ন ঝর্ণা
নারী বললো...বসন্ত এলো প্রায়
পুরুষ ভাবলো..এক্ষুনি ঘুড়ি হওয়া যায়
নারী বললো....হাটবো বুনোঘাসে
পুরুষ কম্পিত হলো অচেনা সুবাসে
নারী বললো...ছোঁব নীল মেঘ
পুরুষ ছোটালো অশ্ব...পূর্ণ গতিবেগ
নারী বললো...ঝিনুক হবো বালুতটে
পুরুষ জড়িয়ে গেল শিমুলের জটে
নারী বললো...মাতাল হবো মহুয়ায়
পুরুষ ঝলসে গেল লেলিহান লাভায়
নারী বললো....জলপরী বানাবে আমায়!
পুরুষ ডানা মেলে দিলো গোধূলি হাওয়ায়
নারী বললো...আমায় মুক্ত করো
পুরুষ সন্ধ্যা প্রদীপ জ্বালালো সহস্র
নারী বললো..আমি আরাধ্যা নই..মানবী
পুরুষ-অলিন্দে বাজলো রাগ ভৈরবী
নারী বললো..আমি জীবাশ্ম নই,আমি জীবন্ত
পুরুষের চোখে উদ্ভাসিত রাতের অদৃশ্য দিগন্ত
নারী বললো...
পারো ?..আমাকে সৃষ্টি করতে পুনরায়!
ভেজাতে পারো সুনীল মধুচন্দ্রিমায়!
পুরুষ রইলো নীরব,নিথর...
বসন্তেই নেমে এলো বৃষ্টি...
মুষল ধারায়
