তুমি আছো মননে
তুমি আছো মননে
নীল শাড়িতে তুমি সমুদ্র হও..
আমি তরঙ্গ দেখি আর
আত্মহারা হই বাদামি বালুতটে।
পূর্ণিমা রাতের জোসনা জড়িয়ে তুমি
স্বপ্নের সাগরিকা হয়ে থাকো
কল্পিত কাব্যের অচেনা চিত্রপটে ।
পশলা বৃষ্টিতে তুমি সিক্ত পলাশ হও..
ভেজা আঁচলের বেষ্টনে দেখি
সহস্র আকাশবাতির স্নিগ্ধ ছবিঘর।
অরণ্য-সবুজের স্নিগ্ধ আলেয়া তুমি
কোনও 'বনলতা সেন' হয়ে
জোনাকির আলো করো আরো দীপ্ত-মুখর।
ঝড় হয়ে ওঠো তুমি নীলা..
ধুলোমাখা আমি যাযাবর হয়ে
তোমাকে,তোমাকেই দেখি দশদিকে।
নীল শাড়িতে সমুদ্র হও তুমি..
আমি ডুব দিতে যাই
ঝিনুক হয়ে লবনাক্ত অতলান্তিকে।