STORYMIRROR

Soumen Dutta

Romance

3  

Soumen Dutta

Romance

ভবিষ্যৎ

ভবিষ্যৎ

1 min
257

একটা ভোর হোক 

শুধু তোমার আমার জন্য 

শিশিরে মিশে যাক প্রেম আর…

গানে ভিজে যাক সুপ্ত অরণ্য 


একটা দুপুর হোক 

শুধু তোমার আমার জন্য 

অলস কাহিনী নীল রিনিঝিনি

বাকি সব সুখ হোক নগন্য ….


একটা বিকেল হোক 

শুধু তোমার আমার বালুতটে

দুরন্ত তরঙ্গ দামাল মৃদঙ্গ হয়ে 

লেখা হোক কাব্য ঠোঁট আর ঠোঁটে 


একটা গোধূলি হোক 

শুধু তোমার আমার খেয়া-ঘাটে 

ভাটিয়ালি সুর ভাসুক ঈশানে 

জোনাকিরা যাক উড়ে স্বপ্নের খোলামাঠে 


একটা রাত আসুক 

শুধু তোমার আমার একান্ত আপনে 

উষ্ণ ঘূর্ণির বিমোহী বিন্যাসে 

হৃদয় নাচুক হৃদয়ের অমোঘ আকর্ষণে 


একটা জীবন আসুক 

শুধু তোমার আমার নীহারিকা-পথে 

কাঙ্খিত কাকভোরে তোর হাত ধরে 

মন চায় বাঁচি...আর কিছু নয়,শুধু তোর সাথে ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance