প্রেম
প্রেম
এত কাছে কেন এলে !
বালুঝড় উঠলো তীব্র ...আর
পরিযায়ী মেঘ দিয়ে গেলো মধুবৃষ্টি
এত কাছে কেন এলে !
নৈঃশব্দ ভাঙলো রাতের ...আর
চৈতালি চাঁদ ছুঁয়ে গেলো সুখদৃষ্টি
এতো কাছে কেন এলে !
ধমনী পুড়লো দহনে … আর
সযত্নে রাখা স্বপ্নেরা পেলো পূর্ণিমা
এত কাছে কেন এলে ,নীলা !
মহুয়া নাচলো উল্লাসে ….আর
শাশ্বত সংগীত শোনালো তোমার প্রভাতী প্রতিমা l

