তিন কাহিনী
তিন কাহিনী
শিশিরস্নাতা নীলা ...
আমার রোজ সকালের স্বপ্ন না বাস্তব !
প্রথম আলোর কোমলতায়
আমার চোখে স্বর্গসুখের এ কোন মহোৎসব !
শেষবিকেলের নীলা ...
আমার সন্ধ্যারতির গন্ধমাখা পূজারিণী কেউ !
আবছা আলোর আদর মেখে
ভীষণ সুখী শুকতারা ছোয় শান্ত নদীর ঢেউ...
সাগরস্নাতা নীলা …
আমার বালুতটের বর্ণালীতে জলপরী না দেবী !
মধ্যরাতের মত্ত মনে
হৃদয় আমার রং-তুলিতে সাজায় সাধের ছবি…

