STORYMIRROR

Sudeshna Mondal

Fantasy Others

3  

Sudeshna Mondal

Fantasy Others

মা আসছে

মা আসছে

1 min
288

চারিদিকে পূজো পূজো গন্ধ লেগেছে;

আকাশ আবার নতুন রঙে সেজে উঠেছে।

আয় রে ভাই, আয় রে বোন, আয় রে তোরা সব;

মন কেমনের দিনে হোক নতুন কলরব।

রাতের শেষে ঠিক আসবে ভোর;

সেই আশাতেই মোদের কাটছে প্রহর।

খুশির আবহে মোরা গাইব গান;

মা গো, তোমার আগমনেই হবে সব দুঃখের অবসান।

সব সর্বনাশের বিনাশ হোক তোমার হাতেই;

আমরা অপেক্ষার প্রহর গুনছি সেই আশাতেই।

সব মানুষ আবার মেতে উঠুক জীবনের ছন্দে;

আমার শহর আবার সেজে উঠুক তোমার আনন্দে।

এই মন খারাপের মাঝে তাই দিন গুনি,

আর কদিন পরেই যে তোমার আগমনী।


विषय का मूल्यांकन करें
लॉग इन

More bengali poem from Sudeshna Mondal

Similar bengali poem from Fantasy