সেই নীরার মতো (১)
সেই নীরার মতো (১)
সুনীল তোমার সেই নীরার মতো,
আরেকটি নীরা ঘুম কেড়েছে আমার।
দিন কেড়েছে, রাত কেড়েছে, আমার ভাবনা কেড়েছে সেই কবে।
একটা বজ্রের আলোকচ্ছটার ন্যায় হুট করে সে এসেছিল একদিন।
যেতে যেতে ট্রামে দেখা হলো তার সাথে,
এরপর বিদ্যুৎ এর মতো আমার প্রাণ স্পন্দন ছুয়েছে,
তার মাদকতাময় সেই হাসি।
সেই নেশা পেয়ে বসে আমার,
ঝংকার তোলা সেই হাসির জন্য উন্মাদ ছিলেম আমি,
আমার নিয়ত আবদার, হরদম,
নীরা আমার জন্য একটু হাসো ত দেখি।
নীরা হাসতে থাকে অবিরাম।
সুনীল তোমার সেই নীরার মতো।
নীরার সেই এসে যাওয়া টা, হয়েছে তার থেকে যাওয়া,
এরপর আর নীরা ছাড়া ভাবনায় কেউ আসে
নি আর।
নীরা স্বপ্নে আসে নিরন্তর, রোজ রোজ, হররাত,
নীরা ছাড়া একটা রাত কাটেনি বুঝি একরাত।
মাঝে মাঝে নীরা নিরুদ্দেশ হয়ে যায়,
বড্ড পরীক্ষায় ফেলে আমায়।
যেন বিলীন হয়ে যায় আমার সহাস্যে মুখ অন্ধকারে,
জলের বুকের কাছে চলে যাই আমি ক্লান্ত পায়ে,
কোত্থেকে যেন চলে আসে নীরা জলের বুকে,
জলছবি ভেসে ভেসে উঠে কাপা কাপা জলে নীরার মুখ,
অবিকল সেই বাকানো দাতের হাসি।
শুভ্র রাজহাঁসের দল ছুটে আসে আমার মুখোমুখি জলে,
হারিয়ে যায় নীরা, তার জলছবি জলের কম্পনের তেড়ে।
রাজহাঁস ফ্যালফ্যাল তাকায় আমার দিকে,
তার টলটলে চোখের জলে দেখি নীরার ছবি।
সুনীল তোমার নীরার মতো।