STORYMIRROR

Rima Goswami

Abstract Fantasy

3  

Rima Goswami

Abstract Fantasy

যন্ত্রনা আর ঘুম

যন্ত্রনা আর ঘুম

1 min
239

আজ রাতে ঘুমিয়ে পড়লাম , অনেক না বলা যন্ত্রণা 

আচ্ছা যন্ত্রনা নিয়ে কি সত্যিই ঘুমানো যায় ? 

ঘুমের মধ্যে নাকি কোন যন্ত্রণা থাকেনা 

কষ্ট মাখা থেকে নির্গত বারুদ 

জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে স্বপ্ন গুলোকে

চোখের ভিতর নিভৃতে অসুখ জেগে থাকে 

স্বপ্নে দেখি খোলা চিতায় জ্বলছে পূর্ণিমার চাঁদ 

আশেপাশে ছড়িয়ে আছে ধূর্ত নেকড়ের দল

যাদের লোভের জিভ লকলক করছে 

পরম তৃপ্তি দিয়ে চেটেপুটে খেতে চায় 

পিছনে লুকানো ওদের গুপ্ত কুটিল নখর

মুহূর্তে বসিয়ে দেবে থাবা , ছিঁড়ে খাবে দেহের মাস

স্বপ্ন দেখতে গেলেই ভয় লাগে আজকাল 

নেকড়ে গুলো ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে আসে 

ভয় পেয়ে পেয়ে যখন ভয়টাই দাবানল হয়ে ওঠে

সর্বস্ব মন জুড়ে যন্ত্রনার আভোগ 

চোখ জুড়ে বিস্ময় আর বিস্তৃত মরুভূমি

ঘুম ভেঙ্গে দেখি স্বপ্ন , গন্ধ সবকিছুই পুড়ে ছাই

আগুন পৌঁছে গেছে আমার সাধের দেবদারুর চূড়ায়

ঘুমের পাহাড় থেকে অশান্তিকে ছুঁড়ে ফেলতে চাই

শুনলাম ওখানেও নাকি অবরোধ চলছে এখন 

তারপর দেখলাম হঠাৎই টালমাল উপত্যকা

বৃষ্টি হচ্ছে অবিরাম চারদিকে আগুন নিভে যাচ্ছে 

পুড়তে পুড়তে বেঁচে গেলাম থাক সামনে গিরিখাত 

ভোর হয়ে আসছে একটুখানি ঘুমিয়ে পড়ি । 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract