STORYMIRROR

Mamunur Rashid Raz

Romance Fantasy

3  

Mamunur Rashid Raz

Romance Fantasy

বেফাঁস ভুলভাল

বেফাঁস ভুলভাল

1 min
260


ঐন্দ্রিলা -

রঙ্গিন বেনারসী জড়িয়ে

আঙ্গুলের কড়ে বছর পেরিয়ে মাস দুয়েক

সাথে যোগ করা ক্যালেন্ডারে তেইশ দিন।

নিপুণ হাতে গড়া তোমার দু'রুমের সংসার।


স্বাভাবিকের চেয়ে আলাদা,

জটিল-কঠিন আলো-আঁধারি ভালোবাসা।

ক্ষণে-পলকে মেঘের রাজ্যে

যেমন হয় মান অভিমান,

তেমনি তোমার আমার

রোদ-বৃষ্টি পথচলা বহমান।



অগোছালো এই আমিটাকে

সাজাতে তোমার নিত্য আয়োজন।

প্রয়োজনে বলা কথার প্রত্যুত্তরে

আমার ভুলভাল উত্তরপত্র,

তুমি শুধরে দাও-

গোল ফ্রেমের গোলকধাঁধায়

দোভাঁজ আঁচলের শাড়িতে জড়ানো

কঠিন চাহনির প্রাইমারীর সেই

শিউলি ম্যামের মতই।



খেয়ালের ভুলে বলা আমার বেফাঁস ভুলভাল,

আর তোমার নীরব সয়ে যাওয়া

চিরন্তর আমার ভুলে ভরা জীবনে

তোমার অপ্রাপ্তির সরলরেখা

গোধূলির অস্তগামী সূর্যের মতো

প্রতিনিয়ত মিলিয়ে যায়

করোটির ভেতর মগজের প্রান্ত থেকে প্রান্তে।



আমি শোধরাতে চাই

তোমার জীয়নকাঠির ছোঁয়ায়।

আমার ভাবাবেগে হোক

তোমার বরফশীতল নিয়ন্ত্রণ।

আবেগের লাগাম টেনে

হ্রেষা ডাকের দিয়ে ছুটি,

আমি শান্ত হতে চাই তোমার বুকে।

সকলের মতো জনান্তিকে

আমিও বারবার তোমায় বলতে চাই

ভালোবাসি।


Rate this content
Log in

Similar bengali poem from Romance