STORYMIRROR

Mamunur Rashid Raz

Romance Inspirational Others

4.5  

Mamunur Rashid Raz

Romance Inspirational Others

শহুরে চাঁদ

শহুরে চাঁদ

1 min
15

নগর ঘুমায়, চাঁদ উঁকি দেয়  

কংক্রিটের বুক চিরে ঠিকরে পরে আলো। 

আকাশ ভেঙে আলো আসে, 

কিন্তু সে আলো হারিয়ে যায় 

শহুরে কংক্রিটের দেয়ালে।


মেঠো পথের আইলে 

রুপালি চাঁদ কিংবা লুকোচুরি 

বাশঁপাতার আড়ালে,

শহরে চাঁদ সে রঙে মাতে না। 

একরাশ কলঙ্ক নিয়ে 

কংক্রিটের দেয়ালে আছড়ে 

মুখ থুবড়ে হারিয়ে যায়। 

শহরে জোছনা হয় না, 

জোনাকও আসেনা কোল ভোরে।


কর্পোরেট নিয়ন-সাইনের আলোয় 

লাজুক চাঁদ লুকিয়ে পড়ে 

হাজারো আলোর ভিড়ে। 

তবুও সে আলো মাখে

বারান্দায় কোন এক ষোড়শী।

ভরা পূর্ণিমায় জোছনার আবদার

আটকে গেছে যার ব্যস্ত সংসারে।

যেভাবে আটকে গেছে

চুড়ি পরা হাতে তরুণের চোখ।


শহুরে চাঁদ হররোজ ওঠে

দালানের চূড়ায় তারাদের পাহাড়ায় 

নগরী ঘুমায়, কেউবা জেগে থাকে 

ডুবে সোশ্যাল এ স্ক্রিনে।

চাঁদ ওঠে, আলো বিলায়

রুপালি আলো, শহুরে চাঁদ। 


Rate this content
Log in

Similar bengali poem from Romance