অপূর্ণতা
অপূর্ণতা
আমি বারান্দার কোণে পড়ে থাকা এক চিলতে রোদ,
মানব মনের শান্তি ভেঙে গরমে বাড়াই ক্রোধ |
আমি চলার পথে গজিয়ে ওঠা বনের হরিৎ তৃণ,
ভুলতে পারিনা পদপিষ্টের বেদনা যে এক দিনও |
আমি পথের ধরে দাঁড়িয়ে থাকা একরত্তি গাছ,
চেষ্টা আমার বিলিয়ে দেওয়া শীতলতার আশ |
নদীর জলে জোয়ার আমি, সমুদ্রেতে ঢেউ;
ইচ্ছে আমার পাল্টে দেবার, পূরণ হলো কই |
সমাজের মাঝে লোলুপ শক্তি, ক্রমেই বাড়ায় ধার;
বিনয়ী, নম্র স্বভাবজাত, হয়ে গেলো ছারখার |
আমি অন্ধকারে দীপের আলো, হাওয়ার তেজে শেষ;
পরিবর্তনের ইচ্ছেগুলো কোথায় নিরুদ্দেশ |
দেওয়াল 'পরে টিকটিকিটার কথাই হলো ঠিক;
ঝোড়ো হাওয়ার সামনে পড়ে হারিয়ে গেছে দিক |
যতই ভালোর ইচ্ছে জাগুক, সাধ্য তোমার নাই;
রোদ বলো বা তৃণই বলো, হবে নিস্তেজ নিশ্চয়ই |
