STORYMIRROR

Amit Ghosal

Abstract Fantasy Inspirational

3  

Amit Ghosal

Abstract Fantasy Inspirational

পদাতিক

পদাতিক

1 min
267


হাঁটি হাঁটি পা পা - সেই ছোট্ট বেলা,

সেই যে শুরু, এখনো সেই চলছে চলার খেলা |


টলো মলো পায়ে তখন এঘর থেকে ওঘর,

পথের বাঁকে পেছন ফিরি - হারিয়ে গেছে সে ঘর |


আলগা পায়ে যেই না পড়ি - 'তাড়াতাড়ি তোল' !

এখন দেখি চলতে গিয়ে, দুনিয়াটাই গোল !!


গোলমেলে এই দুনিয়া তে হাজার রকম খেলা,

সব খেলারই মূল মন্ত্র -'থামিও নাকো চলা' |


তাইতো আমি হেঁটেই চলি, চরৈবেতি সুর,

কোন পথে পাই কথা সুরের? কোন সে জীবনপুর?


কোন সে চলায় ছন্দ আছে? কোন চলাতে রং?

মিথ্যে মেঠো গন্ধে ভরায় কোন সে চলার ঢং?


কোন রাস্তায় চললে তবে বন্ধু পাওয়া যায়!

কোন সে পথে ক্লান্ত হয়ে দাওয়ায় বসা যায়!!


চলতে গিয়ে সেই পথেরই রাস্তা আমি খুঁজি,

যে রাস্তায় চলে আমি চলার মানে বুঝি | 


সন্ধে সকাল, গোধূল উষা, নেই রে চলার শেষ,

শুরুর শেষে, শেষের শুরু, সেইতো চলার রেশ !


সেই চলাতে, সাঁঝ বেলাতে রাস্তা যদি ভোলো,

ভয় পেওনা - ওদিক পানে চক্ষু দুটি মেলো |


একটু দূরেই দেখতে পাবে আঁধার চেরা আলো,

ভরসা থাকুক সেই আলোতে, পায়ে পায়ে চলো |  


ঠিক রাস্তা খুঁজে পেয়ে চলে তুমি যেয়ো,

যাওয়ার আগে তোমার আলো জ্বালিয়ে তুমি নিয়ো |


ঘাড় ঘুরিয়ে বন্ধু আমার দেখো যদি তুমি, 

দেখতে পাবে আলো হাতে দাঁড়িয়ে আছি আমি |


Rate this content
Log in

Similar bengali poem from Abstract