শিরোনাম-আকাশের গান
শিরোনাম-আকাশের গান


কোন সকালের একশো কথা আকাশ গায়ে দোলে...
এমন সুরে মন ভুলিয়ে ভূপালি তান তোলে,
ঝোড়ো বাতাস গুনগুনিয়ে আকাশ মেঘে উড়ছিল
বিকেল হলে সাদা মেঘে এক টুকরো সূর্য আলো
নেমে এল এই পৃথিবীর গায়ে ,ঝরঝরিয়ে আকাশ তলে
গান শোনালো একশো কথার স্বরলিপি আকাশ জলে।
সেই আকাশের গান কেমন যেন বিষাদ সুরে
হাজার গল্প আসর জমায় ঈগলের ডানার ভরে,
ছোঁ মেরে সে শিকার ধরে আকাশ কোলে নেমে
তানগুলো সব সুর হয়ে যায় ভীষণ থেমে থেমে।।