পথের কলি
পথের কলি


পথের ধারে পরে থাকি
পথেই থাকতে দাও,
দয়া করে তুলে এনে,
কিসের হিসেব নাও?
তোমার সাধের গোলাপ,
আর জুঁই-রজনীর মাঝে,
বড়োই আমি বেমানান
লাগিনা কোনো কাজে।
নেই যে আমার রূপের বাহার
নেই মাতানো বাস,
জন্ম আমার যেথা সেথা
দলিত হওয়াই অভ্যাস।
যা খুশি তাই করতে পারো
নেই যে কাঁটার ভয়,
"> অবহেলাই স্বজন আমার
সঙ্গী পরাজয়।
হাজার সুখের বোঝায় যখন
দু:খ খোঁজে মন,
হাতের মুঠোয় জাপটে ধরো
আমায় কিছুক্ষণ।
সাধের বিষাদ কাটলে পরে
গোলাপ খোঁজার পালা,
আমি তখন আবর্জনা
আস্তাকুঁড়ে ফেলা।
আবার যদি কখনোও তোমার
মনটি হয় ভার,
তাকিয়ে দেখো পায়ের কাছে,
লুটিয়ে কতো শুভ্র উপহার।