চলার পথের সাথী
চলার পথের সাথী


মন মাঝে আছো তুমি
চলার পথের সাথী ,
জীবন রথের কঠিন পথে
তুমি গো সারথী ।
তোমার দানে পেলাম যত
সঠিক পথের দিশা ,
তাই দিয়েই কাটলো যত
গভীর অমানিশা ।
প্রণাম তোমায় জানাই আজি
মনের গভীর হতে ,
আশীষ তোমার পাথেয় হোক
অজানা জীবন স্রোতে ।