PARAMITA BASAK
Abstract
স্মৃতি সুখের
সব সময় কি ?
কখনো কখনো যে
দুঃখও তার সাথী,
জাগায় ব্যথা প্রতিবার।
তবুও তো আছি বেঁচে
নিজেকে করে সঙ্গী ,
খুঁজি বারবার
তাকে আবার।
যেদিনতুমি
সুন্দর তুমি
ভালোইআছি
স্মৃতি
মাগো
প্রতিশ্রুতি
ছন্নছাড়া
শুন্যজীবন
অপবাদ
শপথ
শরতের শোভা শরতের শোভা
শূন্য শূন্য
পিছুটান পিছুটান
আশা আশা
অনুল্লেখিত অনুল্লেখিত
জীবন জীবন
যুদ্ধের অক্ষর যুদ্ধের অক্ষর
ঝরা শেফালী ঝরা শেফালী
আমার ঘুম ভাঙ্গিয়না কেউ আমার ঘুম ভাঙ্গিয়না কেউ
"What you seek, is seeking you..." "What you seek, is seeking you..."
হারিয়ে যাবে একলা পাখি হারিয়ে যাবে একলা পাখি
পুড়ছে আগুন জ্বলছে যে ঠোঁট আর একটু স্মৃতিরা | পুড়ছে আগুন জ্বলছে যে ঠোঁট আর একটু স্মৃতিরা |
রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি' রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি'
মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর
বৌ আমার স্বপন করেছে বপন বৌ আমার স্বপন করেছে বপন
স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে... স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে...
ঈশান কোনে গুরুগুরু মেঘ ঈশান কোনে গুরুগুরু মেঘ
প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা। প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা।
রাতে ঘরে হয় জানোয়ারের বাস... রাতে ঘরে হয় জানোয়ারের বাস...
কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে , কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে ,