STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

বর্ষায় ধরা

বর্ষায় ধরা

1 min
363

তপনে তাপিত বিদগ্ধ অবনী

বিদগ্ধে দগ্ধিত ত্রাসে 

 বর্ণোৎসবে প্রভাসিত ঘন নভ

সপ্তরংগী আভা উৎসে 

পল্লবিত পর্ণে শ্যামলিমা মহী 

সৌন্দর্য্য কুসুম হাসে

মেঘমন্দ্র নভে চমকে চাপলা

প্লাবিত তটিনী হর্ষে

কাননে কুঞ্জে মধু গুঞ্জরণ 

সুমন সুরভি বাসে

পীয়ুষ প্লাবনে প্লাবিত ধরণী

মেঘ মহ্লার রসে

সপ্তসুরে কেকা তোলে তার রাগিণী

নীল শিখরের চূলে

মণ্ডিত এ ধরা নানাবিধ রঙ্গে

তড়াগে সরাগে খেলে    ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract