আমি এক অন্ত:স্বর
আমি এক অন্ত:স্বর


কাশফুল নই আমি,নই মধুমালতী
আশ্বিনে এসে লিখে যাব প্রীতি
রাতের স্বপন নই আমি, নই শিউলি
মধুশেষে ঝরে যাব গায় মেখে কালি
সূর্য নই আমি নই চাঁদের জোছনা
কুমুদের পাশে না থেকে হবো আনমনা
ফুলের মহক নই আমি নই গো মলয়
ফাগুনে বন্ধু সেজে নেবো তো বিদায়
আকাশ নই আমি নই গো অনুভবী
মাটির সাথে প্রীতিতে যাবো আমি মাতি
প্রথম আষাঢ় নই আমি নই চোখের জল
ছুঁয়ে দিলে গলে যাবো ভিজে একা একা
শ্রাবণ নই আমি নই মলয় বাতাস
এসে বহু দূর থেকে কাঁপাবো হৃদয় উচ্ছ্বাস
কোকিল নই আমি নই সুরতান
ফাগুনের সুরে সুরে গেয়ে যাব গান
আমি এক অন্ত:স্বর মনের রাগিণী
হৃদয়ের অহংকারে হই আমি গুণী ।।