আসল আমি
আসল আমি


পাখির খোলা আকাশের সাথে আমার অনেক মিল
পরিযায়ী পাখির মতো আমি চষে বেড়াই পৃথিবী
প্রেমিক হৃদয়ের মতো উড়ে বেড়াই এখানে-ওখানে প্রিয়া খুঁজে
আলাদা অচেনা শহরে খুঁজে বেড়াই হাজার হাজার বর্গমাইল।
নিঃসঙ্গ একটা বেলাশেষের গল্প এটা
প্রিয়া যাকে অবেলার গল্প বলে তুলে রাখে তার আলমারির উপর আমি তাকে প্রিয়ার হৃদয়ের মাপ বলি
আমি বলি বিশ্বাসের হাতে তোমাকে ছোঁয়াটা ঐশ্বরিক,বাকিটুকু প্রতিহংসা।
ভালোবেসে যদি সময় ছুঁয়ে দিতো ও ঠোঁটে
বহু বছর শুধু শুকিয়ে থাকা মরুভূমি ,
কে দেবে সেই জিভ? কে দেবে চাহনি?
সকল স্বাধীন ভাবনার ভগ্নাংশ সামাজিক একটা নিয়ম, সর্বোপরি আমি অধিকারগ্রস্ত প্রেমিকার ভাবনায় ।
বেলাশেষের দিনলিপি জানি ,
ওখানে প্রেম শুধু খিদের মতো মাটি আঁকড়ে
ওখানে এখন পুরোনো জমি ফিরে পাওয়ার লড়াই, সময়ের হিসেবে এখনো ঘড়ি শুধু একটা নিয়ম মাত্র জানি ,
সময়ের শেষে দলছুট ,পথ হারানো পাখির সংখ্যা খুব কম না।
কিন্তু আমি মানি, আমার আমি আমার কাছে সবচেয়ে দামি।