STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

ভব্য দীপাবলি

ভব্য দীপাবলি

1 min
397

জ্বেলে দাও প্রভু প্রেমের প্রদীপ 

আমার হৃদয় মন্দিরে 

শত শুভেচ্ছার ভাষা ফুটে উঠুক

জীবনের সাত সুরে। 

চর্ম চক্ষু আমার দীপ্তিমান হোক 

তব লীলা খেলা দেখে 

চিন্তা চেতনার চমক লাগিয়ে

তব ছবি দেবো এঁকে।

লক্ষ দীপালির আশার আলোকে

অজ্ঞান তমসা দূরিয়ে

উন্মুক্ত করুক এই মনের পরাণ।

নিবিড় আশ্লেষ নিয়ে ।

নব্য চেতনায় এই সারা সংসারে

দুঃখ কষ্ট দূর হোক 

অসত্যের উপরে সত্যের বিজয়

এই মন্ত্র শ্রেষ্ঠ হোক ।

যুদ্ধ বিভীষিকা হয়ে যাক দূর ,

শান্তি ফিরে আসুক মর্ত্যে 

কত যে পরাণ মাটির গর্ভে 

মিশে গেল নিমেষে 

সবার অন্তরে ভরে দাও প্রভু

মানবীয় মহামন্ত্র 

ভব্য দীপাবলি এইটুকু শেখাক

মন করে আলোকিত ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract