STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract

4  

Nikhil Mitra Thakur

Abstract

মহাকাশ থানায় পৃথিবী

মহাকাশ থানায় পৃথিবী

1 min
247

মহাকাশ থানায় পৃথিবী

১১/৫/২৩


মায়ের মন তো তাই আর থাকতে না পেরে,

      পৃথিবী হাজির হলো থানায়,

         আমার মেঘ বালিকার

        তিন মাস যাবৎ খোঁজ নাই,

আমি থানায় একটা নিখোঁজ ডাইরি করতে চাই।


বড়ো দারোগা সূর্যকান্ত বাবু মুচকি মুচকি হাসেন,

        দেখুন প্রেম করে পালিয়েছে,

          কাগজে বিজ্ঞাপন দেন,

         কেউ দেখতে পেলে জানাবে,

আমার থানায় ডাইরি কোন লাভ হবে না বুঝলেন।


আরে মশাই প্রেম করে পালাবে যে ছেলে কোথায়,

        মোকা বোকা কেউ তো আসেনি,

           আর মেঘ অমন মেয়ে নয়,

          এতদিন ঘর ছেড়ে থাকবে না,

আপনারা সাইক্লোন বাজিয়ে ওর খোঁজ এনে দিন।


আমার এখন বহু কাজ নেতা আসছে যা্ত্রা করতে,

         রোদ কামান নিয়ে ছুটতে হবে,

            রাস্তা ফাঁকা করতে হবে,

         পোঁতা মাইন তাপে ফাটাতে হবে,

আমি এখন যেতে পারবো না প্রেমিক প্রেমিকা ধরতে।


ঠিক আছে আমি মহাকাশ থানার নামে মামলা করবো,

        দেখছি সাগর আদালত কি বলে

           সাইক্লোনের রায় আনবো 

নিজেই বুক ফুলিয়ে বাজাবো মেঘ বালিকা কে ধরবো।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract