STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

মধু মুহূর্ত

মধু মুহূর্ত

1 min
211

মধু মিলনের মধুর মুহূর্ত

ফুরোতে দিও না ,

মধুর পরশ, মধুর হরষ

দূরে ফেলে দিও না।

মধু সাজ সজ্জা, মধুর হাসি

মুছতে দিও না,

মধু রাগিণীর মধুর কাহিনী

ভুলতে দিও না।

সব মধুরের নির্য্যাস মধুর

মধুতে মধুতে থাক,

মধু মক্ষিকার মধু চুষে নেওয়া

মধুর যণ্ত্রণা দেয়।

মধুমাসে যবে এলে মোর পাশে

মধুর বাণী বলে,

মোর মন মধু, নিমেষে চুরি করে

গেলে মধুবার্তা দিয়ে।

মধুরাতি যায় নি ফুরিয়ে

বাকি আছে মধু পান,

তুমি মোর জীবনের মধুর মূর্চ্ছনা

তুমি মধুমাখা নাম।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract