আমি
আমি
আমি
১১/৫/২৩
আমি রানার ঐ দুর্নিবার নেই কোন ভয়,
মরু প্রান্তর পর্বত শিখর করি যে জয়।
সাগর তলে অতল জলে ডুবে আমি,
তুলে আনি যতো মণি তবেই থামি।
ঊর্বর ধরা রুখে খরা করি যে চাষ
ভেঙে গিরি আমি গড়ি আমার নিবাস।
নিয়ে খাতে জল প্রপাতে হই যে নদী,
দুটি কূলে ফেলে পলি সাগর অব্দি।
ক্ষুদ্র বীজে আমি নিজে সুপ্ত থাকি,
আমি ফলে আমি ফুলে সৌরভ মাখি।
আমি আলো আমি ভালো আমি মঙ্গল,
আমি আঁধার ওই কারাগার আমি জঙ্গল।
আমি অসীম আমি সসীম আমিই অবধি,
আমি আকাশ আমি বাতাস তাই নিরবধি।
আমি অম্লান জীবনের গান উদ্ধত প্রাণ,
মান অভিমান করি খান খান গাহি জয়গান।
আমি ধাত্রী অভিযাত্রী সৃষ্টির আকার,
রই অন্তরে রই বাহিরে এক অঙ্গিকার।
