গৃহ কুঞ্জে
গৃহ কুঞ্জে
সংগােপনে রহি তােমারই সাথে,
চোখের পাতার মতাে।
ঊষার কিরণের উজ্জ্বল হাসি,
মাখিয়া লব অঙ্গে যত।
সুমধুর সম্ভাসনে,রােমাঞ্চ তুলি-
নির্ঝরের নিদ্রা ভঙ্গে,
সন্ধ্যতারার আলিঙ্গনে;
যাব নিশীথের গৃহ কুঞ্জে।
