STORYMIRROR

SUBHAM MONDAL

Classics Children

3  

SUBHAM MONDAL

Classics Children

মজার পড়া ও দেখার ছড়া

মজার পড়া ও দেখার ছড়া

1 min
260

কেল্টে-বিল্টের মজাদার গল্প,

বাটুল দি গ্রেটে ভাই হাসি অল্প - স্বল্প। 

হাদা - ভোদা হতে পারে হাসির ফোয়ারা,

 নন্টে ফন্টের কাছে হার মানে উহারা। 

ভাল লাগে টিনটিন, সঙ্গে ক্যাপ্টেন হ্যাডক, 

কুটুসের জুরি নেই, যেন একটা লােক।

 'চাচা চৌধুরীর' সঙ্গে সাবু, আমার প্রিয় দুজন 

এদের পাশে অরণ্যদেব করে দুষ্টের দমন। 

আর দেখি 'সুপারম্যান', শক্তিমান আর স্পাইডারম্যানের কান্ড, 

বুদ্ধি আর শক্তি দিয়ে শয়তানদের করে লণ্ডভণ্ড।

 'পিকাচু' আর 'অ্যাশকাচাম' হলাে, 

পােকেমনদের সেরা, মি. বিনের হাসির কাও

পসন্দ হ্যায় মেরা।

আমার প্রিয় 'হ্যারি পটার দেখায় জাদুর খেলা', 

তাকে নিয়ে কেউ কোনােদিন করােনা হেলাফেলা।


Rate this content
Log in

Similar bengali poem from Classics