ছাত্ররা
ছাত্ররা
আমি একজন ছাত্র, বই পড়ি দিবারাত্র
সকল কর্মের মধ্য দিয়ে, ভাবি শত্রু মিত্র।
আমার নাহিকো কোনাে ধর্ম, আমি করি শুধুই কর্ম
আমি সফল হব সবল হব, এটাই আমার মর্ম।
আমি জাতের নামে বজ্জাতদের করব এবার সাফ
আমি ভাঙব ভেদের মস্ত পাহাড় মুছব ওদের পাপ।
আমি পাষাণ বুনে ক্রন্দনেরে করব হেসে জয়
আমি গর্ব করে খর্ব করি মৃত্যুপুরীর ভয়।
আমি সামনে পেয়ে বলতে পারি বুক ফুলিয়ে বাত্
আমি বই পড়ে যে কাটায় শুধু এক করে দিনরাত।
আমি স্বপ্ন দেখি দিনে রাতে সাদা-কালাে-রঙিন।
