ছােট্টো ময়না
ছােট্টো ময়না
আমার ছােট্ট ময়না,
পরাই তাকে গয়না।
তার চোখ দুটো যে কালাে,
মিষ্টি তােমার ডাকটি যে গাে
শুনতে লাগে ভালাে।
তুমি তাে চাও না খেতে দুধ,
তাহলে কি দেব চা-বিস্কুট ?
একটি কথাও কওনা,
আমার ছােট্ট ময়না।
