STORYMIRROR

Bidyut chakraborty

Abstract Fantasy Others

3  

Bidyut chakraborty

Abstract Fantasy Others

::ভাবনা::

::ভাবনা::

1 min
301

কে ঠিক, তুমি, না আমি?

নিজেকে ঠিক প্রমাণ করার ঠেলায় মরছে জগৎবাসী

তুমি ভাবছ,তুমি ঠিক;আমি ভাবছি আমি।

একই ভাবনা তোমার আমার সারা বিশ্ববাসীর জানি।

তুমি ভাবছ,তুমি ত‍্যাগী,তুমি মহান ভাই,

তোমার মতো কষ্টসহিষ্ণু এই দুনিয়ায় নাই।

তুমি ভাবছ,একমাত্র তুমিই আদর্শবাদী

তোমার মতে চললে জগৎ বদলে যেত ঠিকই।

তুমি ভাবছ,তুমিই জ্ঞানী,বাকি সবাই মূর্খ

তোমার মতো কেউ জানেনা ,জানে সবাই অল্প।

তুমি ভাবছ,তুমিই শুধু জগতের কথা ভাবো

তোমার মতো মানুষের দুঃখে আর কারো প্রাণ কাঁদে না তো।

তুমি ভাবছ,তুমি যা পারো,আর পারে না কেউ

তোমার মতো নিয়ম নীতি কেউ মানে না তো।

তুমি ভাবছ,তুমিই একা ভালোবাসতে জানো

তোমার মতো ভালোবাসা নেই গো প্রাণে কারো।

তুমি ভাবছ,তুমিই ভদ্র,উল্টোটাও জাহির করো মাঝে মাঝে

তুমিও মানুষ, তোমার ও যে ভুল হতে পারে

এমন ভাবনা ভাবো না কভু নিজে।

তুমি ভাবছ,তুমিই খাঁটি,ভেজাল বাকি সব

তোমার মতো মানুষই এই দুনিয়ার সম্পদ।

তুমি ভাবছ,তোমার ধর্মই একমাত্র সত‍্য মহান বটে

অন‍্যের ধর্ম তাই মিথ‍্যা ও নিন্দনীয় তোমার কাছে।

এমন ভাবনা শুধুই তোমার না,

একই ভাবনা ভাবছি আমি,ভাবছ তুমি যা।

বিশ্ববাসীও আলাদা নয় এমন ভাবনায়

ভাবছি তুমি আমি যা।

চালুন আমরা,তবু আতশ কাচ হাতে

খুঁজে ফিরি ছুঁচের পিছনে ক'টা ছিদ্র আছে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract