কাজল কালাে আঁখির তারায়
কাজল কালাে আঁখির তারায়
তােমার কাজল কালাে আঁখির তারায়,
আমি রই তােমার মনের আস্কারায়,
তােমার হাতে হাতটি রেখে,
তােমার মন সায়রের আতর মেখে,
কলকল নদীর তীরে, দক্ষিণের বায়ে।
গােধূলির ক্লান্ত আলােয়,বেড়ে চলে হৃদয়ের উষ্ণতা
নদীর ঢেউগুলাে ছুঁয়ে যায় তীর,
থেকে থেকে মনে আসে,আকুলতার ছোঁয়া,
ক্রমে মুছে যায়, আলােক রশ্মিরেখা,
জ্বলে ওঠে সন্ধ্যতারা,ডাকে ঝিঝিপোকা,
ছুটে যায় সময় দেয় না ধরা,
সন্ধ্যার তারাদের পিছনে ফেলে,
গাঢ় অন্ধকারের দিকে,
নীরবতায় কেটে যায় ক্ষণ,
না বলা কথাদের ভিড়ে, ॥

