STORYMIRROR

JAYASHREE KONAR

Abstract Fantasy Others

3  

JAYASHREE KONAR

Abstract Fantasy Others

মোচন

মোচন

1 min
328

দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে 

আজ পর্ণমোচী বৃক্ষরাজি;

এলো তাদের ঝরে পড়বার কাল!

এসেছে সময় বুঝি এবার-

তাদের ভারমুক্ত হয়ে ওঠবার;

অনেকতো দায় জমাট বেঁধেছে,

শরীরে বাকল চেরা ক্ষত,

উঁকি দেয় লাল রঙ ইতি উতি- 

যন্ত্রনা খোদাই করেছে কেউ,

কখনো, নিষ্ঠুর নিপুণতায় |


এখন সব তামাদি হবার দিন-

হলুদ পাতা হয়ে সে সব রোজ

ছড়িয়ে পড়বে শহর জুড়ে! 

মনখারাপে মিলিয়ে দেবে-

মন থেকে মন, অসুখের মড়ক

এই লাগলো বলে শহর জুড়ে!


তারপর আসবে কচি রঙেরা,

যত ভীড় করে একের পর এক; 

নতুন মন, নতুন গান, নতুন সুর,

দিগ্বিজয় করবে ফুলেরা আর 

পাখিদের দল - মহোল্লাসেতে| 


আবার খোদাই হবে গাছেরা,

চারপাশে পড়ে থাকবে জ্বালা,

অশ্রু আর টুকরো টুকরো হৃদয়;

ছিটকে আসবে রজনের ধারা,

গাঢ় হবে কষ্টের ভিয়েনে|


নেশার মতন যেন এই খেলা,

শুধু মাঝে মাঝে নিজেকে 

একটুখানি গুছিয়ে নেওয়া;

আর একটু নির্ভার করে নেওয়া, 

নতুন ব্যথার পাতাগুলোকে 

বুকেতে জায়গা করে দিতে!


মানুষেরাওতো পর্ণমোচী!

অগুন্তিবার সে রক্তাক্ত হয়,

বারেবার সে ভেঙে হয় চুরমার,

ঘাতের পরে ঘাত পেতে পেতে

রুপালি চুল উঁকি দেয়, তবু

কিছুতেই যেন ঘোড় কাটেনা- 

এই পর্ণমোচনের নেশাটার;

ঝরাগড়ার অদ্ভুত খেলা এক;

এভাবেই বুঝিবা পাওয়া যায়-

অমরত্ব আর পুনর্জন্ম!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract