STORYMIRROR

JAYASHREE KONAR

Fantasy Others Children

3  

JAYASHREE KONAR

Fantasy Others Children

চড়ুই

চড়ুই

1 min
324

ওরে চড়ুইপাখি,

কীসের ডাকাডাকি,

খোকন ভীষণ রাগী,

তাও জানিস নাকি!


কড়িকাঠে বসিস,

কিচিরমিচির করিস,

আস্ত পোকা ধরিস,

ফুড়ুৎ করে উড়িস!


খয়েরি গায়ের রঙ,

তোর কত্ত রকম ঢঙ,

ব্যস্ত কেন এত,

খোকন সোনার মতো!


খোকন সোনা ডাকে,

 আয়রে ঝাঁকে ঝাঁকে, 

খাবি দাবি নাচবি,

 বন্ধু হয়ে থাকবি!


কয়েকটা ঘুলঘুলি,

পড়ে আছে খালি,

তোরা বাসা বাঁধবি ,

ঘর গেরস্তি করবি!


হলুদ দেশের রাজা,

দিলো তোদের সাজা,

ছাইলো পোকা দেশে,

নষ্ট ফসল শেষে!


মানুষ বুঝলো তার ভুল,

সে ছিঁড়লো মাথার চুল,

তুই মারিস পোকা তাই, 

আমার খোকন ভাত খায়!


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy