পরিযায়ী মেঘ
পরিযায়ী মেঘ
কিছু মেঘ পরিযায়ী কিছু নাগরিক,
হাওয়া তার বামপাশে খুঁজে নেয় দিক।
সভ্যতা পিজে যায় কুয়াশার মতাে,
ধ্বংসের নীচে জমে আকাশের ক্ষত।
তারাদের ঘুম ভাঙে রাত হলে পর,
চাঁদের কড়ালে চলে স্বপ্ন সফর।
পাপ যত জমে আছে পাহাড়ের মনে,
দুঃখের মতাে নদী বুকে নেয় টেনে।
ছায়াদের ভিন্নতা কাগজের দেহে,
আগুনের সলতে আজ ভােগে মধুমেহে।
ঈশ্বর মৃত্যুতে হাতাহাতি ফের,
অঙ্গারে ভেসে ওঠে নাভি অমূতের।