অনুপযুক্ত
অনুপযুক্ত
আমি যে আমায় নিজেকে জানিনা,
যুগের তালে যে চলিতে পারিনা,
ঝগড়া জানিনা, গালিও মারিনা -
চায়ের কাপেতে তুফান তুলিনা,
লোক ঠকাতে মন যে চাহেনা,
বৃথা বিতর্কে আমল দিইনা -
নেশার জিনিস ছুঁয়েও দেখিনা,
মেজাজ হারানো ঠিক নয় জানি -
নিজের বিচার-বুদ্ধিরে মানি |
গলা উঁচু করে কথা বলা দোষ,
বিনম্র চোখে দেখাই না রোষ,
তাসের ঘরের স্বপ্ন রচি না,
মিথ্যা কথার স্রোতেও ভাসি না;
জীবন গড়ার কারিগর যিনি,
সামনে দেখিয়া শিক্ষকে প্রনি ,
তবু, হারিয়েছি নিজ মান;
সত্যিই আমি আজব মানুষ, এই যুগে বেমানান |
চলনে বলনে ঠাট্টা করিনা,
ভদ্র-গন্ডি পেরোতে পারিনা;
কোমর দুলিয়ে নাচিতে পারিনা,
তরুণীর চোখে চোখও রাখিনা -
বাইক চড়ে তো পাড়ায় ঘুরি না,
শিস, টিটকারি কিছুই জানিনা;
জীবনে জানিনা দাদাগিরি করা -
পাড়ায় পাড়ায় বোমাবাজি করা,
রাজনীতিতে মাথা ঘামাই না,
মিছিল কিংবা স্লোগানে মাতি না,
দুর্নীতি আমি সইতে পারি না,
পেছন থেকে ছুরিও মারি না -
রাজা হবার উপায় জানিনা,
বিবাদ, বচসায় কখনো মাতি না;
গরুর দুধেতে জলও ঢালি না,
সাত্বিক ছাড়া আহারও করি না,
তবু হারিয়েছি নিজ মান -
সত্যিই আমি আজব মানুষ, এই যুগে বেমানান |
সিনেমা লাইনে মন যে লাগে না,
খেলার মাঠেতে ল্যাং-ও মারি না,
ঘরের কথা কারুকে বলি না,
প্রতিবেশী ঘরে আড়িও পাতি না |
পরের চরিত্র আলোচনা করি না,
অন্যকে নিয়ে ঈর্ষা করি না -
পাড়ার রকেতে আড্ডা মারি না,
ফিল্মি কেচ্ছায় ব্যঙ্গ করি না,
ফেসবুকেতে আটকে থাকি না,
আপ গুলোরে চালাতে জানি না -
অনলাইনে বিষ ছড়াই না,
আদর্শ ছাড়া লাইক করিনা |
ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখি না,
লটারির টিকিট তাই তো কাটি না,
অফিসের কাজে ফাঁকিও দিই না,
আইন ভেঙে কোনো কাজও করি না |
তবু, হারিয়েছি নিজ মান;
সত্যিই আমি আজব মানুষ এই যুগে বেমানান |
